News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

কলাপাড়ায় এক রাতে চার বাড়িতে চুরি, স্বর্নালংকার লুট

অপরাধ 2024-02-05, 11:36pm

kalapara-upazila-a679247e9fb0aee63da0fdd41381e88d1707154583.png

Kalapara Upazila



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে চার বাড়িতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৩ টার দিকে পৌর শহরের সবুজবাগ এবং কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্রটি ওই বাড়ি গুলোতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙ্গে এমন ঘটনা ঘটায়। এ সময় বাড়ি গুলো থেকে অন্ততঃ ১৭ ভরি স্বর্নালংকার  এবং লক্ষাধিক টাকা লুটে নিয়েছে  বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।

এর মধ্যে ইতালি প্রবাসী মো. মেহেদী হাসান বাবুর বাড়ি থেকে ১০ ভরি ওজনের স্বর্নালংকার, নগদ বিশ হাজার টাকা, মো.আনিস মোল্লার বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ এগারো হাজার টাকা, মো.মাসুদ রানার বাড়ি থেকে দেড় ভরি স্বর্নালংকার, নগদ পঞ্চাশ হাজার টাকা, মো.তাওহীদ মিয়ার বাসা থেকে ৯ আনা ওজনের একটি চেইন নিয়ে যায়। এবং বাড়ি গুলোর আসবাব পত্র এলোমেলো করে রাখে। 

স্থানীয়দের ধারনা, পরিকল্পিত ভাবে চোরেরা এমন চুরির ঘটনা ঘটিয়েছে। যা বিগত দিন গুলোতে আর হয়নি বলে তারা উল্লেখ করেন। তাদের অধিকাংশের অভিযোগ,  সড়ক বাতি না থাকায় চোরেরা এমন সুযোগ পেয়েছে।

এ ব্যাপারে পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল লতিফ খালাসি বলেন, 'এ এলাকায় এমন ঘটনা এই প্রথম। তিনি নিজের পকেট থেকে সড়ক বাতির ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন।'

কলাপাড়া  থানার পুলিশ উপ-পরিদর্শক মো.গোলাম মাওলা বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সময় বাড়ির মালিকরা কেউই বাড়িতে ছিল না। ক্ষতিগ্রস্থরা মামলা করবেন বলে তিনি জানান।' - গোফরান পলাশ