News update
  • Fill the Loss & Damage Fund now!     |     
  • Shahidul Alam Vows to Reach Gaza Despite Israeli Obstacles     |     
  • UN Urged to Act on Palestinian Rights Without Delay     |     
  • Saudi Arabia Introduces New Licensing for Hajj Accommodations     |     
  • UK Pledges Aid to Support Rohingya Refugees and Host Communities     |     

নিউমার্কেটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ, ৯ দোকানি আটক

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2025-08-10, 7:01am

be154528cd959ab79cd522caf101ca6f8cbf53a636ba4eaf-bc33e0ff350c74773c42c830a2644f601754787687.jpg




রাজধানীর নিউমার্কেটের তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ৯ দোকানিকেও আটক করা হয়।

শনিবার (৯ আগস্ট) রাতে মোহাম্মদপুর সোহরাওয়ার্দী মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ইস্টবেঙ্গল রেজিমেন্ট-২৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজিম আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়, যা সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছে একটি চক্র।’

নিউমার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে ওই অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এইসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হোম ডেলিভারিও দেয়া হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান লেফটেনেন্ট কর্নেল নাজিম আহমেদ।