News update
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     
  • Tarique for action against those who formed illegal parliaments, govts     |     
  • India, Pakistan Agree to Ceasefire in US-Mediated Talks     |     
  • Single women struggle for accommodation in Dhaka     |     

বেনাপোল বন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-09-28, 10:40am

resize-350x230x0x0-image-241605-1695871542-fc95657994cbc059a90efe9a05a807841695876013.jpg




যশোর বেনাপোল স্থলবন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বন্দরের এ কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। তবে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দরের দুই পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রবসহ শিল্পকারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামালও রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল জানান, দুদিন আমদানি-রপ্তানি বন্ধসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার সকাল থেকে আবার স্বাভাবিক ভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। সূত্র আরটিভি নিউজ।