দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। হরতালের কোনো প্রভাব পড়েনি বন্দরে। সকাল থেকে আমদানি-রপ্তানির পাশাপাশি বন্দর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্নস্থানে যাচ্ছেন ট্রাকচালকরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই হিলি সীমান্তের জিরো পয়েন্ট থেকে বন্দরের প্রবেশমুখ পর্যন্ত পুলিশ অবস্থান নেয়। ফলে স্বাভাবিক রয়েছে বন্দর এলাকার সকল কার্যক্রম।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, হরতালে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয়, সেই জন্য হিলির বিভিন্ন স্থানে পুলিশ রাখা হয়েছে। পিকআপ ভ্যানে করে টহলও অব্যাহত রয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বন্দরের আমদানিকারকরা ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। এরই মধ্যে বিএনপি-জামায়াত হরতালের ডাক দিয়েছে। তবুও আমরা ভারত থেকে পণ্য আমদানি করছি। এতে করে দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।