News update
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Guterres to urge more humanitarian assistance for Rohingyas     |     
  • Iran, US tensions up as Trump sends letter to Khamenei      |     
  • Sea erosion shrinking Sundarbans forests      |     
  • Magura rape victim buried; prime accused’s house torched     |     

৭৩ প্রতিষ্ঠান পেল জাতীয় রপ্তানি ট্রফি

গ্রীণওয়াচ ডেক্স অর্থনীতি 2023-11-08, 9:08pm

resize-350x230x0x0-image-247090-1699451582-6aa28ef3a2e4fa8787a7f6aa103a54721699456133.jpg




রপ্তানি বাণিজ্যে অনন্য অবদান রাখায় ২০২০-২১ অর্থবছরে ৭৩টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দিয়েছে সরকার।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টি স্বর্ণ, ২৫টি রৌপ্য এবং ১৯টি ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

এছাড়া সব খাতের মধ্যে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রিফাত গার্মেন্টস লিমিটেডকে বিশেষভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০৩০ সালে রপ্তানি আয় হবে ১০০ বিলিয়ন ডলার। এই লক্ষ্যে আমরা বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছি।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে ইতোমধ্যে ১০টি ইকোনমিক জোন চালু করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে আরও ৯০টি চালু হবে। বিশ্বের অনেক নামিদামি প্রতিষ্ঠান এখানে যুক্ত হবে। দেশের অর্থনীতি এগিয়ে যাবে।

টিপু মুনশি বলেন, পোশাক খাতে বিশ্বে ১৫টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে ১৩টি বাংলাদেশে। আমাদের ফ্যাক্টরি চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত। শ্রমিকরাও দক্ষ। তথ্য সূত্র আরটিভি নিউজ।