News update
  • Six put on remand in metro rail station vandalizing case     |     
  • Ex-Ducsu VP Nur sent to jail in Setu Bhaban vandalising case     |     
  • Mali bus crash kills 16, injures 48     |     
  • UN chief calls for global action on extreme heat     |     

ঈদ উপলক্ষে ফ্লাইট বাড়াল বিমান

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-03-31, 8:03pm

09wer9wr00-dfcf1179c3ae393d17b358c30aa8eeb01711893815.jpg




আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আগামী ৪ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করা হবে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

তিনি বলেন, নির্ধারিত সময়ে সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীগণ বিমানের বৃহদাকার উড়োজাহাজসমূহে ভ্রমণ করতে পারবেন।

যাত্রীগণ বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারবেন।

এ ছাড়া বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড BGDEAL 24 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।