News update
  • Guterres welcomes India-Pakistan ceasefire     |     
  • China now favourite higher edu destination for BD students      |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Sunday morning     |     
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে দফায় দফায় মেজাজ হারান অর্থমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-06-07, 5:42pm

rettwtwet-5bf44c861bf1b83c52f29ff3853734a81717760559.jpg




দফায় মেজাজ হারান অর্থমন্ত্রী

বাজেট নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে দফায় দফায় মেজাজ হারিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রশ্ন হয় না। আপনারা পড়াশোনা করে এসে প্রশ্ন করেন। সাংবাদিকরা যেভাবে সরলীকরণ করে অর্থনীতির প্রশ্ন করে, অর্থনীতি এত সহজ না।’

বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বড় অংশ পেনশন ও ভর্তুকিতে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এই প্রশ্নে উত্তর দেব না। এটা কোনো প্রশ্ন হয়নি। এটা আনসিরিয়াস প্রশ্ন।’

বাজেটে কীভাবে মূল্যস্ফীতি সামাল দেয়া হবে এবং এক বছরে কীভাবে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার বাড়াবে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনারা ভাবেন এভাবে প্রশ্ন করলে উত্তর দেব আমি। আমি উত্তর দেব না। আপনারা পড়াশোনা করে এসে প্রশ্ন করেন।’

ইকোনমিক জোন নিয়ে ব্যবসায়ীদের মনোভাব প্রসঙ্গ তুলে সাংবাদিকদের করা আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা ডিসিসিআই-এফবিসিসিআইয়ের কথা শোনেন নাই। আমাকে কেন জিজ্ঞাসা করছেন। না জেনে প্রশ্ন করেন কেন।’

প্রশ্নের পরিবর্তে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশংসা করলে অর্থমন্ত্রী বলেন, ‘আপনার কথা আমার ভালো লেগেছে। প্রশ্ন এমন হওয়া উচিত। আপনারা প্রশ্ন করা শিখবেন।’ সময় সংবাদ