News update
  • Dhaka’s air quality record ‘moderate’ Sunday morning     |     
  • A bridge in Kaunia over 'Dead Teesta' unfinished for years     |     
  • Islamist united front for proportional representation in BD?     |     
  • Jamaat Chief Calls for Uprising Against Corruption, System     |     
  • UN Warns of Rising Deaths, Hunger and Crisis in Gaza     |     

লাগাতার ধর্মঘটে যাচ্ছেন স্যামসাংয়ের কর্মীরা!

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-07-10, 12:31pm

fggetwet-c6c25f9790f59cd1c062474bf09b37d91720593079.jpg




ন্যায্য বেতন ও কর্মীদের অধিকার আদায়ের দাবিতে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ও মাইক্রোচিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাংয়ের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন।

বুধবার (১০ জুলাই) প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়নের (এনএসইইউ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এতে বলা হয়, চলতি মাসের ৮ জুলাই থেকে শুরু হওয়া এনএসইইউ আয়োজিত তিন দিনের সাধারণ ধর্মঘটের শেষ দিনে এ ঘোষণা দেয়া হয়। মূলত ম্যানেজমেন্ট দাবি মেনে নেয়ার জন্য আলোচনার কোনো আগ্রহ না দেখানোয় এ পথে হাঁটতে যাচ্ছে স্যামসাংয়ের শ্রমিক সংগঠনটি।

ইউনিয়নের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রথম সাধারণ ধর্মঘটের পরেও সংলাপে যুক্ত হওয়ার কোন ইচ্ছা কোম্পানি দেখায়নি। তাই ১০ জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় সাধারণ ধর্মঘট ঘোষণা করা হলো, যা লাগাতার চলবে।’

তবে এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো জবাব দেয়নি স্যামসাং কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৯ মে স্যামসাং ইলেকট্রনিক্সের দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় রকমের ধর্মঘটের ডাক দিয়েছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ কোরিয়ায় কর্মরত হাজার হাজার শ্রমিক। প্রতিবাদের অংশ হিসেবে ৭ জুন ধর্মঘটের ডাক দিয়েছিল প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন এনএসইইউ।

উল্লেখ্য, স্যামসাং ইলেকট্রনিক্স হলো দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের ফ্ল্যাগশিপ ইউনিট। এটি দেশটির পরিবার-নিয়ন্ত্রিত ব্যবসাগুলোর মধ্যে বৃহত্তম এবং এটি এশিয়ার অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম আধিপত্য বিস্তার করে। প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ‘স্যামসাং ইলেকট্রনিক্স’, যার প্রতিষ্ঠা হয় ১৯৬৯ সালের ১৩ জানুয়ারি।