News update
  • Dhaka’s air quality worst of the world Friday morning     |     
  • Trade chokes through Sylhet borders amid Indian restrictions     |     
  • 46 health centres without doctors, nurses in Sunamganj     |     
  • Malawi Women Face ‘Sex for Fish’ Abuse in Lakeshore Areas     |     
  • UNOC Spurs Global Drive to Boost Ocean Protection, Funding     |     

বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, টাকা দাবি প্রতারক চক্রের

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-01-25, 2:48pm

ertwetwrtw-511392d0db03f05798b0822364ef67ca1737794881.jpg




হ্যাক হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিক্রয় ও বিপণন) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি। এ নম্বর থেকে একটি অসাধু চক্র বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছে। কেউ যেন প্রতারণা চক্রের ফাঁদে পা না দেয় এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া না দিতে অনুরোধ জানিয়েছে বিমান।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিমানের ফেসবুক পেজে থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিমানের ফেসবুক পেজে দেওয়া সেই পোস্টে জানানো হয়, জরুরি বিজ্ঞপ্তি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক বিক্রয় ও বিপণনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি (01777715504) একটি অসাধু চক্র হ্যাক করে বিভিন্ন জনের নিকট অর্থ চাচ্ছে। কেউ উক্ত প্রতারণা চক্রের ফাঁদে পড়বেন না এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া দেবেন না। আরটিভি