News update
  • Chinese Scientists Develop AI Model for Cyclone Forecasting     |     
  • Trump Pauses Tariffs on Mexico and Canada After Agreements     |     
  • The Road to and from Wuhan: Trump Threat to Global Health?     |     
  • CA asks for a ‘command centre’ to monitor law and order     |     
  • Traffic rule violations aggravating Dhaka’s gridlock     |     

ফ্লাই জিন্নাহকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমোদন

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-02-04, 11:56am

ererqweqw-b5475f39398232d7eae37fab86e3b6f81738648588.jpg




প্রায় সাত বছর পর ঢাকা ও করাচির মধ্যে চালু হতে হচ্ছে সরাসরি ফ্লাইট। পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া।

তিনি বলেন, তারা (ফ্লাই জিন্নাহ) আমাদের কাছে আবেদন করেছিল এবং আমরা তা অনুমোদন করেছি। কার্যক্রম শুরু করার আগে, ফ্লাই জিন্নাহকে বাংলাদেশে একজন স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করতে হবে। এখন তারা (ফ্লাই জিন্নাহ) একজন জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ করবে। একবার তারা স্লট এবং ফ্রিকোয়েন্সি অনুরোধ করলে, আমরা তাদের সরবরাহ করব। আমাদের অংশ বর্তমানে সম্পূর্ণ।

গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ।

সেদিন তিনি পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে তিনি বলেন, সবশেষ ২০১৮ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) পরিচালনা করত। আরটিভি