News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

ফের কমল স্বর্ণের দাম

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-03-09, 7:02am

gold_freepick-e97d35fdcd6fbfa98c5c4067251506881741482132.jpg




তিন দফা কমানোর পর গত মঙ্গলবার বেড়েছিল দেশের বাজারে স্বর্ণের দাম। সেখান থেকে ফের কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৮ টাকা কমিয়ে এক লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শনিবার (৮ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল রোববার (৯ মার্চ) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪৪ হাজার চার টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৩ হাজার ৪২৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ এক হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বুধবার (৫ মার্চ) থেকে আজ শনিবার (৮ মার্চ) পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৫৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। ওইসময় ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৪ হাজার ২৮০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ দুই হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে গত ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬২৪ টাকা কমিয়ে এক লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। ওইসময় ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২১ হাজার ৩৭৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এরও আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪০৩ টাকা কমিয়ে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। গত ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা কমিয়ে এক লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। অবশ্য এর আগে আট দফা স্বর্ণের দাম বেড়েছিল। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এনটিভি।