News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

পৌরসভার গাড়ি চালককে মারধর, যুবদল নেতার ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আদালত 2025-03-23, 11:40pm

kalapara-juba-dal-leader-forkan-talukdar-7265e06fd4810c1e0c89b21fbd59891c1742751600.jpg

Kalapara Juba Dal leader Forkan Talukdar.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার গাড়ি চালককে টেনে হেঁচড়ে মারধর করার অভিযোগে যুবদল নেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত যুবদল নেতা হলেন মো. ফোরকান তালুকদার (৫৩), পিতা-মৃত সাহেব আলী তালুকদার। তিনি পোর যুবদলের যুগ্ম আহ্বায়ক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানান, রবিবার বিকেলে যুবদল নেতা ফোরকান তালুকদার পৌরসভার চলন্ত গাড়ি থামিয়ে চালককে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরা অভিযুক্ত যুবদল নেতার অপরাধের সাক্ষ্য দিয়েছেন। এছাড়া অভিযুক্ত নিজেই তার দোষ স্বীকার করেছেন। তাই তাকে পেনাল কোডের ১৫৯ ধারার অপরাধে ১৬০ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযুক্ত যুবদল নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। - গোফরান পলাশ