News update
  • Forces from inside-outside may work to thwart polls: Prof Yunus     |     
  • NCC for referendum, after July Charter order promulgation     |     
  • World Enters New Era of Climate Action, Urgent Steps Needed     |     
  • Israel Accused of Four Genocidal Acts in Gaza, UN Told     |     
  • BNP rejects Consensus Commission’s call for pre-poll referendum     |     

রাঙ্গাবালীতে দুই হাজার শীতার্ত মানুষকে কম্বল দিলেন এমপি মহিব

আবহাওয়া 2023-01-20, 9:48pm

mohibur-rahman-mohib-mp-distributes-blankets-to-cold-affected-people-in-rangabali-c2e0d2c3a65ea79e8c2a577dfd3d249a1674229717.jpg

Mohibur Rahman Mohib MP distributes blankets to cold affected people in Rangabali.



পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই হাজার দুস্থ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরমোন্তাজ, চালিতাবুনিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়ন ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ  মহিব্বুর রহমান মহিব। 

প্রতি ইউনিয়নে ৫শ' করে মোট দুই হাজার কম্বল বিতরণ করা হয়।  কম্বল বিতরণের আগে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও চরমোন্তাজ ও মৌডুবী ইউনিয়নে দুটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মহিব। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম ফকু, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন,  উপজেলা কৃষক লীগ সভাপতি এডভোকেট শামীম মিয়া, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী প্রমূখ।

এসময় এমপি মহিব বলেন, বাংলাদেশ আজ আর দরিদ্র রাষ্ট্র নেই। এখন মানুষ পেট ভরে ভাত খায়। দিন দিন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে দেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। বিএনপি-জামায়াতের  সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। - গোফরান পলাশ