News update
  • Israeli Assault Has Plunged Gaza Into Worst Economic Collapse     |     
  • Woman sent to jail on charges of killing 8 puppies in Pabna     |     
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     
  • Sediment-borne fertility transforms northern Bangladesh     |     
  • 3 Armed Forces Chiefs, Jamaat Ameer visit Khaleda Zia at Hospital     |     

শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি

গ্রীণওয়াচ ডেক্স আবহাওয়া 2023-12-24, 9:42am

images-9-7a2041ffcb85600187fd70f8085edcf21703389436.jpeg




পৌষের শুরুতে নওগাঁয় জেকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে জেলায় তাপমাত্রা নিম্নমুখী।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস।

বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মিরাজুল ইসলাম জানান, গত দিনের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। গতকালও জেলায় সর্বোনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ সকালে তা প্রায় চার ডিগ্রি নিচে নেমে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ঠান্ডা হিমেল বাতাস থাকায় কুয়াশা কিছুটা কম। তবে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা দিয়েছে। আর গতদিন থেকে রৌদ তাপ কম থাকায় ঠান্ডা বেশি পড়ছে। আগামী কয়েক দিন জেলায় তাপমাত্রা নিম্নমুখী থাকতে পারে বলে আশঙ্কা বদলগাছি আবহাওয়া অফিসের।

এদিকে শীতে ছোট-বড় বৃদ্ধ সকলেই কষ্ট পাচ্ছে। শীতজনিত নানান রোগে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এ ছাড়া ঠান্ডায় সময়মতো কাজে না যেতে না পারায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন চাষিরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।