News update
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     
  • Tough times ahead, everyone must remain united: Tarique Rahman     |     
  • Sirajganj’s luxuriant mustard fields bloom as an oasis of gold     |     

রাজশাহীর তাপমাত্রা উঠল ৩৯ ডিগ্রি সেলসিয়াসে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-04-04, 7:18pm

0ef0086ef77b28ea5fa8942b4a84fb95b634e070cf9ebd5c-76228de2ea6ebc64451c33360316535e1712236704.jpg




রাজশাহীতে বৃহস্পতিবার (৪ এপ্রিল) চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দুপুর ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

মৃদু তাপপ্রবাহ আজ মাঝারি তাপপ্রবাহে রূপ নিল। বাতাসে যেন বইছে আগুনের হল্কা। এ রমজানে কাঠফাটা রোদ-গরমে পদ্মা পাড়ের মানুষগুলোর নাভিশ্বাস উঠেছে।

শেষ চৈত্রের খরতাপে সাধারণ মানুষের জীবন এখন ওষ্ঠাগত হয়ে উঠেছে। একটু হিমেল হাওয়া আর স্বস্তির বৃষ্টির জন্য চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছে আকাশের দিকে। কিন্তু বেলা সাড়ে ৩টার দিকে আকাশে কিছুটা মেঘের ছিটেফোঁটা দেখা গেলেও কাঙ্ক্ষিত সেই বৃষ্টির দেখা নেই। প্রায় সপ্তাহ জুড়েই রাজশাহীতে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. রহিদুল ইসলাম বলেন, গত তিনদিন ধরে জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ২৭ শতাংশ। আগামীতে তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। সূত্র সময় নিউজ।