News update
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     
  • Arab Allies Urge Restraint as Trump Presses Iran Talks     |     
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     

৭ জেলায় তাপপ্রবাহ বিস্তারের আভাস

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-04-10, 9:22am

uwuw8r-6cba2bd0de365df61404019020a3b90d1712719371.jpg




মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে আবহাওয়া বার্তায় নেই বৃষ্টির পূর্বাভাস। এতে সারা দেশের আবহাওয়া গরম বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বুধবার (১০ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা।

কক্সবাজারে মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। এ পরিস্থিতি বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে, যা পরবর্তী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকবে।  নিউজ সময়