News update
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     
  • Bonn Climate Talks Expose Urgent Gaps in Global Action     |     
  • Earth's rotation speeding up, making days slightly shorter     |     

বৈশাখের প্রথম দিনেও কি থাকবে অস্বস্তি?

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-04-13, 10:34am

aksjfkajo-aefff6e8385b144e64f370e7d56a45711712982880.jpg




বৈশাখের প্রথম দিন নববর্ষ উদযাপন করে বাঙালি জাতি। নতুন পোশাক আর নুন-পান্তায় বর্ষবরণের পাশাপাশি চলে নানা অনুষ্ঠান।

এদিন সবাই ঘর থেকে বের হয়ে উৎসব আয়োজনে শামিল হন। তবে এবার বৈশাখের প্রথম দিনে তাপপ্রবাহে অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া ঝড়বৃষ্টির কোনও আভাসও নেই।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে দেয়া আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। এতে বলা হয় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

বৈশাখের প্রথম দিন রোববারও (১৪ এপ্রিল) একই ধরনের আবহাওয়া থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আর বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে বর্ধিত ৫ দিনে তাপমাত্রা বাড়লেও দেশের পূর্বাংশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  সময় সংবাদ