দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এটি পরবর্তী ৪৮ ঘণ্টায় তামিলনাডু-শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
সোমবার (১১ নভেম্বর) রাতে দেয়া আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টাতেও একই রকম আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিন ও রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস মিলেছে। সময় সংবাদ।