কুয়াশার কারণে সারা দেশে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলেও ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে আবহাওয়া অফিস বলছে, পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারা দেশে আগামী দুদিন তাপমাত্রা কমতে পারে। তবে রোববার (১৫ ডিসেম্বর) রাত ও সোমবার (১৬ ডিসেম্বর) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা বাড়তে পারে।