News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

মুরাদনগরে শীতার্ত মানুষের মাঝে পীরসাহেব চরমোনাই'র পক্ষ থেকে কম্বল বিতরণ

আবহাওয়া 2025-01-12, 9:07pm

blanket-being-distributed-on-behalf-of-the-pir-saher-of-charmonai-among-prople-of-muradnagar-suffering-from-cold-e54b4efc9705015a7702925f26e231331736694469.jpg

Blanket being distributed on behalf of the Pir Saher of Charmonai among prople of Muradnagar suffering from cold.



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নির্দেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ তৎপরতা অব্যাহত রয়েছে। কুমিল্লা উত্তর জেলার মুরাদনগর উপজেলার মুরাদনগর বাজারসহ বিভিন্ন অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে পীর সাহেব চরমোনাই'র পক্ষ থেকে কম্বল হাদিয়া বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল মুরাদনগর উপজেলা সদরস্থ মাছ বাজারের ইস্টার্ণ মার্কেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম-এর নেতৃত্বে কম্বল হাদিয়া বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের মুরাদনগর উপজেলা সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল করীম, যুবনেতা মুহাম্মদ জহিরুল ইসলাম, ওলামা মাশায়েখ নেতা মুফতী ওয়ালীউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা কাওছার আহমদ, মাওলানা হাবিবুর রহমান। এ সময় ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল করীমের ব্যবস্থাপনায় এ কার্যক্রম চলমান থাকবে এবং প্রায় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় মানুষের দুঃখ কষ্টের অন্ত নেই। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। এ জন্য ইসলামের নীতি ও আদর্শকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করতে পারলে কোন মানুষকে আর সীমাহীন কষ্ট শিকার করতে হবে না। বস্তিতে-ঝুঁপড়িতে মানবেতর জীবন যাপন করতে হবে না। সর্বত্র ইসলামের সৌন্দর্য মানুষ দেখতে পাবে। - প্রেস বিজ্ঞপ্তি