News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

১ লাখ ৬০ হাজার বছর পর দেখা মিলবে বিরল ধূমকেতুর

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-01-14, 2:17pm

img_20250114_141614-3b2129d269b1861925cae5438d6afa751736842668.jpg




পৃথিবীর আকাশে ১ লাখ ৬০ হাজার বছর পর প্রথমবারের মতো একটি বিরল ধূমকেতু দেখা যাবে। কমেট সি/২০৪ জি৩ (অ্যাটলাস) নামের ধুমকেতুটি খালি চোখে দেখতে পাওয়ার মতো উজ্জ্বল থাকতে পারে।

নাসা জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) ধূমকেতুটি সূর্যের কাছে সর্বাধিক নিকটবর্তী অবস্থানে (পেরিহেলিওন) পৌঁছায়। এই কাছাকাছি অবস্থানের ফলে এর উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি সোমবার রাত থেকেই দৃশ্যমান হতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, ধূমকেতুটি দক্ষিণ গোলার্ধ থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে। এটি শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে।

নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (এটিএলএএস) গত বছর এই ধূমকেতুটি শনাক্ত করে। কক্ষপথের হিসাব অনুযায়ী ধূমকেতুটি সূর্য থেকে প্রায় ৮৩ লক্ষ মাইল দূর দিয়ে অতিক্রম করবে।

লন্ডনের কিংস কলেজ অ্যাস্ট্রোপার্টিকল ফিজিক্স এবং কসমোলজি বিভাগ বিরল এই ধূমকেতুটি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির গবেষকরা এই ধূমকেতুকে ১ লাখ ৬০ হাজার বছরে একবার ঘটতে যাওয়া একটি বিশেষ ঘটনা হিসেবে বর্ণনা করেছে।

জ্যোতির্বিদরা ধূমকেতুটির গতিপথ অনুসরণ করে যাচ্ছেন। শনিবার নাসার মহাকাশচারী ডন পিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধূমকেতুর তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কক্ষপথ থেকে ধূমকেতু দেখা সত্যিই বিস্ময়কর। অ্যাটলাস সি/২০৪ জি৩ আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। আরটিভি