News update
  • Prosecution Seeks Highest Penalty for Sheikh Hasina     |     
  • Over Half a Million Students Fail HSC, Equivalent Exams     |     
  • BGMEA says Mirpur fire was not in formal apparel sector units     |     
  • Fire at Shialbari Mirpur, Dhaka chemical godown under control      |     
  • Khaleda admitted to Evercare for health check-ups     |     

গরম নিয়ে আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-05-09, 5:02pm

img_20250509_170004-0082ddff6fe60884653b36f5918dee901746788528.jpg




দেশের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমের তীব্রতা আরও বাড়ার আশঙ্কায় আগামী ৭২ ঘণ্টার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৯ মে) ‍দুপুরে তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ মধ্যে ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। 

এদিকে, শনিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ সময়ে রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।আরটিভি