News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন দেখা যাবে কবে জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-11-04, 2:28pm

45t435345345-45e00c4d6b6ee3ad0d667e47a60faf2f1762244882.jpg




এ সপ্তাহে রাতের আকাশে দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ সুপারমুন। বুধবার (৫ নভেম্বর), ব্রিটিশ উৎসব ‘বনফায়ার নাইট’-এর দিনেই দেখা যাবে এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য। ফলে ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে রাতের আকাশ ভরে উঠবে আলো ও রঙের দারুণ মেলবন্ধনে। 

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে এবং সে সময় পূর্ণিমা হয়, তখন সেটিকেই বলা হয় সুপারমুন। সাধারণ পূর্ণিমার তুলনায় এটি প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়।

চাঁদের কক্ষপথ ডিম্বাকৃতি হওয়ায় কখনো এটি পৃথিবীর কাছে আসে (পেরিজি) আবার কখনো দূরে সরে যায় (অ্যাপোজি)। পূর্ণিমা যদি চাঁদের পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে হয় বা সেই অবস্থার ৯০% কাছাকাছি থাকে, তখন সেটিকে বলা হয় সুপারমুন।

‘সুপারমুন’ শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যোতিষী রিচার্ড নোল ১৯৭৯ সালে।

নভেম্বরের এই পূর্ণিমাকে বলা হচ্ছে ‘বিভার মুন’, যা হবে এ বছরের পৃথিবীর সবচেয়ে কাছে আসা পূর্ণিমা। ফলে এটি হবে বছরের সবচেয়ে উজ্জ্বল চাঁদ।

এই নামটির উৎপত্তি উত্তর আমেরিকার আদিবাসী ও প্রাথমিক ইউরোপীয় বসবাসকারীদের কাছ থেকে। নভেম্বর মাসে বিভাররা শীতের প্রস্তুতিতে সবচেয়ে সক্রিয় থাকে নিজেদের বাঁধ তৈরি ও খাদ্য সংরক্ষণে ব্যস্ত থাকে। তাই তাদের এই সময়ের কর্মতৎপরতার সঙ্গে মিলিয়ে এই পূর্ণিমার নাম দেওয়া হয়েছে ‘বিভার মুন’।

এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে হলে নির্ভর করতে হবে আবহাওয়ার ওপর। কোথায় আকাশ পরিষ্কার থাকবে তা জানতে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া উচিত।

এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর, অর্থাৎ নভেম্বরের ‘বিভার মুন’-এর ঠিক এক মাস পর। আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই ক্যামেরা হাতে এই রাতের আলোকিত চাঁদটিকে বন্দি করে রাখার সুযোগ হাতছাড়া করবেন না!আরটিভি/