News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

চলতি সপ্তাহেই যেসব এলাকার তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির নিচে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-11-08, 9:33am

215ffe4b558e2c802a6f8cedb964e5c2b9db377e0563ad92-caadeeddd373c8127a80868afee2327c1762572791.jpg




চলতি সপ্তাহেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (৭ নভেম্বর) বিডব্লিউওটি'র ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল লেপ রেডি করুন! আগামী ৯-১০ তারিখের মধ্যে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে।

এ সময় দেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও আরও কিছু স্থানে রাতের তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

তবে দিনের তাপমাত্রা অধিকাংশ স্থানেই ২৮-৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই দিনে তেমন একটা শীত অনুভব হবে না বলে জানিয়েছে বিডব্লিউওটি।

এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেয়া নিয়মিত বুলেটিনেও ৮ নভেম্বর থেকে তাপমাত্রা কমার বার্তা দেয়া হয়েছে। টানা কয়েকদিন এই ধারা অব্যঅহত থাকবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

তবে আগামী ১৭-১৮ নভেম্বরের দিকে তাপমাত্রা আবারও সাময়িক বৃদ্ধি পাবে বলেও বার্তা দেয়া হয়েছে।