News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

পটুয়াখালী উপকূলে কুয়াশার সঙ্গে বাড়ছে শীতের দাপট

আবহাওয়া 2026-01-08, 11:34pm

the-bite-of-cold-weather-increased-with-dense-fog-in-kalapara-1045aef955cea9ff245e5a35506615701767893679.jpg

The bite of cold weather increased with dense fog in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপকূলে ঘন কুয়াশার সঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

 বুধবার সকাল নয়টায় জেলার কলাপাড়ায় গত দুই বছরের সর্বনিম্ন ৮.৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় জেলার অনেক স্থানের কুয়াশার দৃশ্যমানতা ছিলো ৫০ মিটারের নিচে। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। বৃহস্পতিবার অবস্থার একটু উন্নতি হলেও ১০. ৯ ডিগ্রি সেলসিয়াস। আজো  ঘন কুয়াশার কারনে ব্যহত হচ্ছে সড়ক ও নৌপথের যান চলাচল। দিনের বেলায়ও সড়কে যানবাহন চালাতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে। অতি ঠান্ডায় সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী মানুষ। চরম বেকায়দায় পড়েছেন চরাঞ্চলের বাসিন্দা সহ গভীর সাগরের মাছ শিকারী জেলেরা। অনেকই শীত নিবারনে খড় কুটা জ্বালিয়ে  আগুন পোহাচ্ছেন। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা।

 সমুদ্র তীরবর্তী গঙ্গা মতি এলাকার জেলে আলী মাঝি  বলেন, একদিকে সাগরে মাছ পাচ্ছিনা, বর্ষায় থাকে সিগনাল। এখন আবার যেমন শীত তেমন কুয়াশা, সাগরের মধ্যে কিছুই দেখা যায় না। আমরা দিনমজুর যারা আছি, তারা জীবন জীবিকার জন্য আল্লাহর দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই । - গোফরান পলাশ