News update
  • Potential New Battle: UN vs US over Greenland, Panama Canal     |     
  • Dhaka’s air quality world’s worst for 2nd morning Wednesday     |     
  • Dense fog halts river ferry services on Manikganj routes     |     
  • UNRWA delivers aid in Gaza; destruction mounts in West Bank     |     
  • Chinese Scientists Develop AI Model for Cyclone Forecasting     |     

পটুয়াখালীতে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আবাসন 2024-07-30, 12:31am

illegal-structures-razed-0c539279e981f38cf34836d4cb53cdbc1722277906.jpg

Illegal structures razed .



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার শেষ  বিকেলে পৌর শহরের ফেরিঘাট এলাকায় শেখ কামাল  সেতুর নিচে ও সড়কের পাশে  সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ  ছোট-বড় ২৫ টি  স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। - গোফরান পলাশ