Artistes rendering folk songs at a Pitha festival organised by the National Press Club on Saturday.
রকমারি পিঠা ও লোকগানের আসরের মধ্যে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের কাবাব চত্বর ছিল উৎসব মুখর। পিঠা উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। এতে হরেক রকমের দেশী পিঠা ও লোকগানের মনোরম একটি অনুষ্ঠান ছিল।
পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক সীমান্ত খোকন । অনুষ্ঠানের লোকগান পরিবেশন করেন লালন কন্যা শাহরিন মীম, লুবনা ইয়াসমিন দোয়েল, সমির বাউল, রাফী তালুকদার, সর্দার হীরক রাজাসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমী শিল্পীরা।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা, কল্যাণ সাহা ও মোহাম্মদ মোমিন হোসেন।
সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পিঠা উৎসব ও লোকগান উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ।