News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

কক্সবাজারে ১৮ ও ১৯ এপ্রিল ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫

উৎসব 2025-04-07, 12:18am

organisers-of-the-tourism-and-fiulm-festival-e59e909c151ec5aba07dc46e035944171743963528.jpg

Organisers of the Tourism and Fiulm Festival.



মারুফ সরকার, প্রতিবেদক  : আগামী ১৮ ও ১৯ এপ্রিল ২০২৫ কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে" ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫" আয়োজন করেছে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এবং ফিল্ম স্টার ক্লাব। ফেস্টিভ্যালে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়ন এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়ন শীর্ষক আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী,সম্মাননা প্রদান  এবং  বাংলা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী  হবে। 

ফেস্টিভ্যালে বাংলা চলচ্চিত্র -সুন্দরী মিস বাংলাদেশ, লড়াকু,মাস্টার সামুরাই,পেশাদার খুনী, কোটি টাকার কাবিন,আম্মাজান সহ বেশ কিছু  চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ফেস্টিভ্যাল সফল ও সার্থক করার জন্য চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান,বেলায়েত হোসেন বাবলু,মঞ্জুর হোসেন ঈসাকে কো-চেয়ারম্যান ও সাংবাদিক হাফিজ রহমানকে সদস্য সচিব করে ফেস্টিভ্যাল উৎযাপন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে  চলচ্চিত্র সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বরেণ্য সাংবাদিক আবদুর রহমানকে এবং প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার,সাংবাদিক ফজলুল হক কে (মরণোত্তর) আজীবন সম্মাননায় ভূষিত করা হবে।

ফেস্টিভ্যালকে অংশগ্রহণমুলক,জমজমাট ও সফল করার জন্য গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি আমেরিকা প্রবাসী  সাংবাদিক,আজকাল সম্পাদক শাহনেওয়াজ, নির্বাহী সভাপতি আমেরিকা প্রবাসী সাংবাদিক নিউইয়র্ক ব্রাইট সম্পাদক বেলাল আহমেদ এবং মহাসচিব সালাম মাহমুদ সকল মহলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। বার্তা -সালাম মাহমুদ, মহাসচিব, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন,সহ-সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। - প্রেস বিজ্ঞপ্তি