News update
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     

কলাপাড়ায় ১৩৩ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা

ঐতিহ্য 2022-12-16, 10:00pm

Freedom fightrrs and families of martyrs accorded reception in Kalapara/



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৫১ তম মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ১৩৩ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ শীতের সাল উপহার দেয়া সহ দুপুরের খাবার বিতরণ করা হয়।

ইউএনও শংকর চন্দ্র বৈদ্য'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার প্রমূখ।

এর আগে প্রত্যুষে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে কলাপাড়া থানা পুলিশ। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য বিজয় শোভাযাত্রা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে জাতির শান্তি অগ্রগতি কামনা করে মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে মহিলাদের অংশগ্রহণের ক্রীড়া অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় 'জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সকল অনুষ্ঠানে সকল সরকারি, বেসরকারি, আধা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এদিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। সকাল ৯ টায় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল'র নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের কলেজ রোড হয়ে প্রেসক্লাব ও থানা সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমাপ্তি হয়। বিজয় দিবসের দিনভর এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। - গোফরান পলাশ