News update
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     
  • Eminent writer Badruddin Umar passes away     |     
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     

জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ফাঁকে মাখোঁর সাথে প্রথম সাক্ষাত ঘটছে সুনাকের

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-11-07, 4:50pm




ব্রিটেনের প্রধানমন্ত্রীর  দায়িত্ব নেয়ার পর এই প্রথম ঋষি সুনাক জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ফাঁকে সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সাথে সাক্ষাত করবেন।

মাখোঁর দপ্তর এ কথা জানিয়েছে। 

রোববার শুরু হওয়া জাতিসংঘের কপ২৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মাখোঁ ও সুনাকসহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান মিশরে একত্রিত হচ্ছেন।

মাখোঁ ও সুনাক গত মাসের শেষের দিকে টেলিফোনে কথা বলেন। এ ব্যাপারে ডাউনিং স্ট্রিট জানায়, চ্যানেল জুড়ে অভিবাসী ক্রসিং প্রতিরোধে বৃহত্তর সহযোগিতার বিষয়ে উভয়ে সম্মত হন।

এদিকে ডাউনিং স্ট্রিট জানায়, ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘চ্যানেল রুটটিকে মানুষ পাচারকারীরা যাতে কোনভাবেই ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ।’

ব্রিটেনের সংবাদপত্র দ্য মেইল অন সানডেতে প্রকাশিত একটি নিবন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, তিনি এক্ষেত্রে বৃহত্তর সহযোগিতা গড়ে তুলতে এবং যুক্তরাজ্যের নজরদারি প্রযুক্তি আরো বেশি ব্যবহার করতে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনের সাথে কাজ করছেন।

এই বছর রেকর্ড ৩৭,৫৭০ জন ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে গেছেন।

দ্য মেইল অন সানডে জানায়, সুনাকের সরকার ফ্রান্সের সাথে ক্রস-চ্যানেল সহযোগিতার বিষয়ে ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ একটি চুক্তি স্বাক্ষর করতে চায়। তথ্য সূত্র এএফপি/বাসস।