News update
  • Greater worker-owner bonhomie needed to speed up dev: Yunus     |     
  • Dhaka’s Rickshaws: The untold mystery of their numbers     |     
  • Historic May Day today     |     
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     
  • Children in Gaza ‘going to bed starving’ amid blockade     |     

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতে জি টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2023-03-02, 10:02am

01000000-0aff-0242-eb41-08db1a668156_w408_r1_s-f70dc37d939e32d67e4f7d1b9369baec1677729755.jpg




ভারতের রাজধানী নয়াদিল্লিতে গ্রুপ অফ টুয়েন্টির পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক আহ্বান করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভূত ভূ-রাজনৈতিক উত্তেজনা যা বিশ্বের বৃহত্তম অর্থনীতির রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্যের প্রচেষ্টার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে তার প্রেক্ষিতে এই বৈঠক আহ্বান করা হয়।

নির্ধারিত অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং চীনের পররাষ্টমন্ত্রী কিন গ্যাং প্রমুখ।

ইউক্রেন যুদ্ধের পাশাপাশি গত মাসে যুক্তরাষ্ট্র তার পূর্ব উপকূলে একটি সন্দেহজনক চীনা গুপ্তচর বেলুন গুলি করে ভূপাতিত করার পরে ওয়াশিংটন এবং বেইজিং-এর মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার যে আলোচনা হবে সেটির একটি গুরুত্বপূর্ণ অংশ হবে ইউক্রেনের যুদ্ধ।

তবে বিশ্লেষকরা বলেছেন, বিদেশী মন্ত্রীদের বৈঠকে উত্তেজনার পুনরাবৃত্তি দেখা যেতে পারে। গত সপ্তাহে ভারত আয়োজিত গ্রুপের অর্থমন্ত্রীদের বৈঠকে এমন উত্তেজনা দেখা গিয়েছিল। মস্কোর আগ্রাসনের নিন্দা করতে চাওয়ার ভাষা নিয়ে চীন এবং রাশিয়ার আপত্তির পরে একটি যৌথ বিবৃতি জারি না করেই সেই বৈঠকটি সমাপ্ত হয়েছিল।

কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ভারত আশাবাদ ব্যক্ত করেছে যে, বৈঠকটি খাদ্য, জ্বালানি এবং সার নিরাপত্তার মতো অনেক দেশ যে সমস্যাগুলোর মুখোমুখি হয় সেগুলোর ওপর আলোকপাত করবে। এ সমস্যাগুলোর ওপর নয়াদিল্লি তার জি টুয়েন্টি সভাপতিত্বের সময় থেকে চাপ দিয়ে আসছে।

কোয়াড দেশগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের একটি বৈঠক নয়াদিল্লিতে এক পার্শ্ববৈঠকে হওয়ার কথা রয়েছে। কোয়াড হলো ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনে বাধা দিতে চাওয়া দেশগুলোর একটি জোট। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।