News update
  • No food deliveries to Gaza as border closures continue     |     
  • UN chief vows to prevent Rohingya suffering as aid cuts loom     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Saturday morning     |     
  • Surge in substandard products in BD targeting Eid market     |     

ইসরায়েলে গৃহযুদ্ধের পূর্ভাবাস দেখছেন না বাইডেন: হোয়াইট হাউস

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2023-03-28, 2:13pm

image-84544-1679984159-ce32f5d1ad9cad60045d6b675447ca601679991207.jpg




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কিত বিচার ব্যবস্থার সংশোধন নিয়ে কয়েক সপ্তাহের অস্থিরতার পর ইসরায়েল গৃহযুদ্ধে জড়ানোর কোনো পূর্ভাবাস দেখছেন না । সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘প্রেসিডেন্ট বিশ্বাস করেন, ইসরায়েলের শক্তিশালী গণতন্ত্রের ইতিহাস রয়েছে।এ কারনে গৃহযুদ্ধের কোন লক্ষণ দেখছি না।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্রর ডানপন্থী সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক উপায়ে, আপনি একই ঐতিহ্য দেখতে পাচ্ছেন।’

কিরবি বলেন, যদিও বিচার বিভাগ নিয়ে নেতানিয়াহু সরকারের পরিকল্পনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ‘উদ্বেগ’ রয়েছে, তবে ‘ইসরায়েল যে কোনও ধরণের গৃহযুদ্ধে জড়াতে চলেছে, এমন ধারণার ব্যাপারে প্রেসিডেন্ট উদ্বিগ্ন নন।’  তথ্য সূত্র আরটিভি নিউজ।