News update
  • Italy to Hire More Bangladeshi Workers, Says Matteo Piantedosi     |     
  • Fire at Dhaka's Bailey Road building tamed after an hour     |     
  • BNP Prepares Grand Reception for Returning Chairperson Khaleda      |     
  • Govt Plans Unified Promotion System for State Banks     |     
  • Export Earnings Grow by 9.83% in July–April     |     

বাইডেন: সন্দেহের কোন অবকাশ নেই যে নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2024-02-17, 9:31am

hfkisfu-99b54692fc9fbe52ad3da1cfc54be8fa1708140672.jpg




রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রতিক্রিয়ায় শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পূতিনকে সরাসরি দায়ী করেন এবং এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদকে ভর্ত্স না করেন যারা কীনা ইউক্রেনের জন্য অর্থায়ন আটকে রেখেছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে দেয়া এক বিবৃতিতে , বাইডেন অব্যাহত ভাবে পুতিনের বিরুদ্ধে নাভালনির অবস্থানের জন্য নাভালনির প্রশংসা করেন। বাইডেন বলেন এমন কী তাঁর উপর বিষ প্রয়োগ , বিদেশে চিকিত্সা গ্রহণ করে দেশে ফিরে এসে তাকে কারারুদ্ধ করার পরেও তিনি তার অবস্থান থেকে নড়েননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন , “২০২০ সালে নাভালনিকে হত্যা করার প্রচেষ্টার পর তিনি প্রবাসে নিরাপদেই থাকতে পারতেন কিন্তু এটা জেনেও যে তিনি যদি তার কর্মকান্ড চালিয়ে যান তাহলে তিনি সম্ভবত কারারুদ্ধ হবেন, এমন কী তাঁকে হত্যাও করা হতে পারে, তিনি দেশেই ফিরলেন কারণ নিজের দেশের প্রতি তাঁর গভীর বিশ্বাস ছিল।

বাইডেন বলেন নাভালনির মৃত্যু এই মুহুর্তের ঝুঁকিগুলোর কথা আমাদের স্মরণ করিয়ে দেয় এবং তিনি আরও একবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কাছে এ সপ্তাহে সেনেটে অনুমোদিত দ্বিদলীয় সহায়তা প্যাকেজের পক্ষে ভোট প্রদানে আহ্বান জানান। তিনি বলেন, “ ইতিহাস চেয়ে আছে” প্রতিনিধি পরিষদের দিকে।

বাইডেন বলেন, “এই গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনকে সমর্থন করার ব্যর্থতা কখনই ক্ষমা করা হবে না”।

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হাঁটাহাঁটি করার পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স এসেছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যু সম্পর্কে পুতিনকে অবহিত করা হয়েছে এবং কারা বিভাগ নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে।

বাইডেন বলেন রুশ কর্কর্তারা তাদের কাহিনী বলবে কিন্তু , “ এ ব্যাপারে ভুল করার কোন অবকাশ নেই নাভালনির মৃত্য়ুর জন্য পুতিনই দায়ী”। ভয়েস অফ আমেরিকা