News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

গণচীন দূতাবাসের প্রতিনিধিদলের আইএবি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

কুটনীতি 2024-09-19, 9:55pm

a-delegation-from-the-chinese-embassy-in-dhaka-called-on-islami-andolan-central-leaders-at-iab-head-office-on-thursday-83150179fa94860e47b801ac5cf2853a1726761310.jpg

A delegation from the Chinese Embassy in Dhaka called on Islami Andolan central leaders at IAB head office on Thursday. IAB photo



আজ সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশস্থ গণচীনের দূতাবাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। চীনা দূতাবাসের মিনিস্টার- কাউন্সিলর এন্ড ডেপুটি চিফ অফ মিশন জনাব লিউ ইউইন-এর নেতৃত্বে প্রতিনিধিদলে আরো ছিলেন, পলিটিকাল এটাসি জনাব রু ছী এবং সিনিয়র পলিটিকাল স্পেশালিস্ট অ্যান্ড রিসার্চ সুপারভাইজার জনাব মোঃ মোর্শেদুল ইসলাম।

সাক্ষাতকালে বাংলাদেশের বতর্মান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্র্বতীকালীন সরকারের বিভিন্ন সংস্কারধর্মী উদ্যোগ এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট  বিষয় নিয়ে সৌহার্দপূর্ণ  আলোচনা হয়।

চীনা প্রতিনিধিগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গঠনমূলক এবং শান্তিপূর্ণ  গণমূখী রাজনীতির প্রশংসা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিবর্গ বাংলাদেশের প্রতি চীন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের নিরাপদে ও স্বেচ্ছায় নিজভূমিতে প্রত্যাবাসনে চীন সরকারের জোড়ালো ভূমিকা প্রত্যাশা করেন।

সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোঃ ফয়েজুল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী এবং  ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী। - প্রেস বিজ্ঞপ্তি