News update
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     

ভারতকে দোষারোপ করে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর: জয়শঙ্কর

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-02-25, 8:48am

rett4534-e890306ccf400545dbdec709c596b0411740451723.jpg




একদিকে ভারতকে দোষারোপ করে অন্যদিকে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্কর বলেন, প্রতিদিন যদি অন্তর্বর্তী সরকারের কেউ সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করে, আপনি যদি প্রতিবেদনগুলো দেখেন তবে কিছু জিনিস একেবারেই হাস্যকর। আপনি একদিকে বলতে পারেন না, আমি এখন আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই; কিন্তু আমি প্রতিদিন সকালে উঠি এবং যা কিছু ভুল হয় তার জন্য আপনাকে দোষারোপ করি।

সীমান্তের ওপার থেকে ক্রমাগত বৈরী বার্তা আসায় আমরা অসন্তুষ্ট মন্তব্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ঢাকাকে খুব স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে, আমরা পরিস্থিতি ‘শান্ত করতে’ এবং ‘স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক’ পুনরায় শুরু করতে চাই। 

তিনি আরও বলেন, পরিস্থিতির প্রথম দিকটি হলো- বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা অবশ্যই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং এটি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের কথা বলতে হবে, যা আমরা করেছি।

জয়শঙ্কর আরও বলেন, দ্বিতীয় দিক হচ্ছে তাদের (বাংলাদেশের) রাজনীতি আছে, কিন্তু দিন শেষে দুই দেশই প্রতিবেশী। আমাদের সঙ্গে তারা কী ধরনের সম্পর্ক রাখতে চায়, সে বিষয়ে তাদের মনস্থির করতে হবে।

আমরা অবশ্যই আমাদের সব প্রতিবেশীর মঙ্গল চাই মন্তব্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে; এটা বিশেষ এক সম্পর্ক, যা ১৯৭১ সাল থেকে চলে আসছে। কিন্তু গত বছর কিছু ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। আমার মনে হয়, আমাদের জন্য বিষয়টা খুবই উদ্বেগজনক। আরটিভি