News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে পুতিন-মোদি ফোনালাপ

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-08-09, 8:27am

213ecc612eb6e6db147e34b6952a0c015fab2cf29a0c3145-698b4c184fedfd741e5a8f2662fe79321754706440.jpg




প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পর এ নিয়ে নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতির মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভির প্রতিবেদন মতে, ট্রাম্পের শুল্ক ঘোষণার ফলে বিশ্বব্যাপী বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে শুক্রবার (৮ আগস্ট) দুই নেতা ফোনে কথা বলেন। এতে ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন মোদি। এক এক্স পোস্টে পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে তিনি বলেছেন, বন্ধু পুতিনের সঙ্গে খুব ভাল ও বিস্তারিত আলাপ হয়েছে। ইউক্রেনের সবশেষ পরিস্থিতি কথা বলায় তাকে ধন্যবাদ।’

তিনি আরও বলেছেন, ‘আমরা আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি।’

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাশিয়ার রাজধানী মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তারপরই মোদির সঙ্গে ফোনে কথা হয়েছে পুতিনের।

গত বুধবার (৬ আগস্ট) ভারতীয় পণ্যের ওপর শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করেন ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক গত বৃহস্পতিবার (৭ আগস্ট) কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ চলতি মাসের ২৭ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা।

ট্রাম্প জানান, ভারতীয় সংস্থাগুলো রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রি করে মুনাফা করছে। এর মধ্যদিয়ে তারা মূলত রাশিয়াকে যুদ্ধে ‘সাহায্য’ করছে। তার ‘শাস্তি’ হিসেবে নতুন ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা বিশ্বাস করি, সার্বভৌম দেশগুলোর অবশ্যই তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রয়েছে।’

এরপর রাশিয়া সফরে যান ডোভাল। গত বৃহস্পতিবার রাশিয়া থেকে পুতিনের ভারতের সফরের কথা জানান তিনি। চলতি বছরের শেষে ভারত সফরে আসার কথা পুতিনের। তবে তারিখ এখনও স্পষ্ট করা হয়নি।