News update
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     
  • 19 dead in Nepal as Gen Z protests at graft, social media ban     |     
  • Nepal Police fire on protesters outside parliament, killing 10     |     
  • DUCSU 2025 Election's Digital Mirage     |     
  • Houthi drone hits Israeli airport as Gaza City attacks mount     |     

ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেবে বেলজিয়াম

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-09-02, 10:33am

frewrwerwq-1-25633d3ea078bb120eefb8eca7cab1ce1756787612.jpg




জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভট এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

প্রেভট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “প্যালেস্টাইনকে জাতিসংঘ অধিবেশনে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”

তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনর্মূল্যায়ন।

প্রেভট বলেন, গাজাসহ ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জুলাইয়ে ঘোষণা দেন যে তার দেশও সেপ্টেম্বরের ৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪৭টি দেশ (৭৫ শতাংশ) ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

বেলজিয়ামের এ ঘোষণা এমন সময় এলো যখন ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

এ ছাড়া গত জুলাইয়ে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ পাঠান।