News update
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     

হয় ‘সংহতি’, নয়তো ‘আত্মহত্যা’-কে বেছে নিন : বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ প্রধান

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-11-08, 8:41am




জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস  সোমবার মিশরে বৈশ্বিক উষ্ণতারোধ সংক্রান্ত আলোচনায় বিশ্ব  নেতাদের উদ্দেশে  বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাবের প্রেক্ষিতে মানবতাকে অবশ্যই হয় “সহযোগিতা” নতুবা “ধ্বংস”- দুটোর একটিকে বেছে নিতে হবে।

কোভিড মহামারী ও ইউক্রেনে রুশ অভিযান থেকে শুরু করে জলবায়ূ পরিবর্তন পর্যন্ত বিপর্যয়ে পর্যদস্তু অর্থনীতি ও  আন্তর্জাতিক সম্পর্কের  তোলপাড়ের এই চরম সংকটের প্রেক্ষাপটে গুতেরেস বলেন, বিশ্ব এখন “জীবন মরনের লড়াইয়ে” রয়েছে। তিনি লোহিত সাগর রিসোর্ট শর্ম আল-শেইক -এ জাতিসংঘের কোপ-২৭ শীর্ষ সম্মেলনে বলেন, বিশ্ব মানবতার কাছে এখন ‘সহযোগিতা অথবা ধ্বংস’- এর যে কোনো একটিকে বেছে নেয়ার সময়। একটি ‘জলবায়ু সংহতি চুক্তি’ অথবা ‘একটি  যৌথ আত্মহত্যা চুক্তি’ যে কোনো একটিকে বেছে নিতে হবে।

গুতেরেস ধনী  দেশ ও উদীয়মান অর্থনীতির মধ্যে একটি ‘ঐতিহাসিক’ চুক্তির আহ্বান জানিয়ে বলেন, চুক্তির মাধ্যমে নির্গমন কমাতে এবং তাপমাত্রা বৃদ্ধিকে উচ্চাভিলাষী প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রায় প্রাক-শিল্প যুগের  চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখতে হবে। তিনি সতর্ক কওে বলেন, বর্তমান ক্রান্তিলগ্নে আমরা নরকের জলবায়ুর মহাসড়কে আছি, আমাদের পা দ্রুত এগিয়ে যাচ্ছে। তথ্য সূত্র বাসস।