
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী। এ জন্য তিনি বাবা ও ভাইয়ের সঙ্গে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া আদালতে আসেন।
বুধবার (১ মার্চ) সকালে ফুলপরীর আইনজীবী কুষ্টিয়া আদালতের বিজ্ঞ আইনজীবী পিএম সিরাজ প্রামানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। এতে শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা খাতুন উর্মীসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ১৫ ফেব্রুয়ারি পৃথকভাবে দেশরত্ন শেখ হাসিনা হল ও শাখা ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। তথ্য সূত্র আরটিভি নিউজ।