News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

বন্যাদুর্গতদের পাশে ঢাবির ৬৯ ব্যাচের শিক্ষার্থীরা

ক্যাম্পাস 2024-09-11, 1:11am

curzon_hall_dhaka-fac309bbcfbe23ac1773e30972142a101725995769.jpg

Curzon Hall of Dhaka University.



দেশের বন্যা দূর্গত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে ৫ লাখ টাকা জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৯ সালের শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতীর্থ ঊনসত্তর’। ৭২ ঊর্ধ্ব বয়সীদের  সংগঠনটির সদস্যরা ব্যক্তিগতভাবে এই অর্থ অনুদান দিয়েছেন। বাংলাদেশ ব্যংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সংগঠনের সভাপতি। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব শাহজালাল ফিরোজ ও নির্বাহী সদস্য কে এম এইচ শহিদুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমানে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টার নাহিদ ইসলামের মাধ্যমে  প্রধান উপষ্টোর ত্রাণ তহবিলে অনুদানের পে-অর্ডার হস্তান্তর করেন।