News update
  • Dhaka’s air quality worst of the world Friday morning     |     
  • Trade chokes through Sylhet borders amid Indian restrictions     |     
  • 46 health centres without doctors, nurses in Sunamganj     |     
  • Malawi Women Face ‘Sex for Fish’ Abuse in Lakeshore Areas     |     
  • UNOC Spurs Global Drive to Boost Ocean Protection, Funding     |     

জাবি অধ্যাপককে পুলিশে দিলেন জবি শিক্ষার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-10-04, 8:41am

img_20241004_083853-321353cd29bc88ed7c2bf8fbad5aea6f1728009678.jpg




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন অধ্যাপককে আটকে পুলিশে সোপর্দ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একটি গ্রুপ।

অভিযুক্ত শিক্ষক ফরিদ আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলে ওই শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আবু বকর নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের রফিক ভবনের সামনে ঘোরাঘুরি করছিলেন ফরিদ আহমেদ। পরে আমরা তাকে চিনে ফেললে এক কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন তিনি। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে আমরা পুলিশকে খবর দিই।’

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশ। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আশুলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে আসামি করা হয়।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘আমরা জেনেছি, ফরিদ আহমেদ ব্যক্তিগত কোনো প্রয়োজনে স্ত্রীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় বিষয়টির সমাধান হবে।’

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি জোনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আটক শিক্ষকের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি আশুলিয়া থানা পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।আরটিভি