News update
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     
  • Dense fog blankets Dhaka as wintry chill disrupts normal life     |     
  • BGB must maintain strategic relations with neighbours: Adviser     |     
  • Tarique’s nomination papers submitted for Dhaka-17 seat     |     
  • RAB seizes gunpowder, bomb-making materials in Chapainawabganj     |     

কুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-01-16, 9:34am

img_20250116_093206-bb2bab4f6f24e2a76852732ecd59b0381736998444.jpg




খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://adm.kuet.ac.bd/notice) প্রবেশ করে এ ফলাফল জানা যাবে।

এর আগে, গত ১১ জানুয়ারি কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কুয়েটসহ ১১টি কেন্দ্রে ৪৪৭টি কক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১ হাজার ৬৫ আসনের বিপরীতে লড়েছেন ২৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ২৩ জন। তথ্য সূত্র আরটিভি।