News update
  • Khaleda Zia to Return Home Tuesday Morning     |     
  • Bangladesh in a Catch-22 Situation     |     
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     

প্রকাশ্যে গুলি করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-01-25, 9:06am

img_20250125_090315-8615ef8027b339f240d092abcc7d831a1737774368.jpg




খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান।

নিহত ছাত্রের নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি  খুলনার সোনাডাঙ্গার আবু আহম্মেদ সড়কের নীতীশ চন্দ্র সরকারের ছেলে।

অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘রাতে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। কেন ও কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু হয়েছে।’ আরটিভি