News update
  • Bangladesh earthquake death toll rises to 10; scores injured     |     
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     
  • Tarique Rahman calls for urgent disaster preparedness after quake     |     
  • UN Unveils UN80 Action Plan to Drive System-Wide Reforms     |     
  • Guterres Urges G20 to Show Leadership and Vision in SA     |     

তিতুমীর বিশ্ববিদ্যালয় না হলে ঢাকা উত্তর অবরোধের ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-02-01, 11:17pm

img_20250201_231550-8679f08814245af84b2f0a4f12c08e2b1738430274.jpg




সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন ও বারাসাত ব্যরিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থী মুক্তার। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দেয়ার আগপর্যন্ত একদফা কর্মসূচি চলবে বলে জানান তিনি।

তিনি বলেন, রোববার (২ ফেব্রুয়ারি) কলেজের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভার্চুয়ালি বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন। এরপর মহাখালী থেকে গুলশান সড়ক অবরোধ করা হবে। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরো এলাকা অবরোধের হুঁশিয়ারি দেন তিনি। 

এদিকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার বিকেলে একটি মিছিল মহাখালী থেকে গুলশান-১ নম্বর সড়ক সাময়িকভাবে অবরোধ করে।

এরআগে, শুক্রবার রাতে কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে শনিবার বিকাল চারটা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে প্রথমে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিং ঘুরে আবারও কলেজের সামনে হয়ে গুলশান-১ নম্বর গোলচত্বর অবরোধ করেন। পরে প্রায় পৌনে একঘণ্টা সেখানে অবস্থানের পর রাত আটটার দিকে কলেজের সামনে ফিরে আসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এরআগে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বুধবার (২৯ জানুয়ারি) রাত থেকে কলেজের সামনে অনশনে বসেন কয়েকজন শিক্ষার্থী। এরমধ্যে শুক্রবার রাতে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় দুইজন শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার বিকালে অনশনরত অবস্থায় আরও দুইজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরও ঢামেকে নিয়ে যাওয়া হয়।  সময়