News update
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এবার মামলা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-02-20, 6:30am

9ed5487438016bd818e3b158818350b2567bd2626122a68a-960736b046afa98b436b0155fad010021740011416.jpg




খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খান জাহান আলী থানায় এ মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার মো. আহসান হাবিব। 

তিনি জানান, বুধবার রাতে কুয়েটে সংঘর্ষের ঘটনায় কুয়েট কর্তৃপক্ষ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করে দোষীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি দেখা হচ্ছে। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বুধবার রাতে কুয়েট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও মামলা দায়েরের বিষয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হন অন্তত অর্ধশত শিক্ষার্থী। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আরটিভি।