News update
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     
  • Bonn Climate Talks Expose Urgent Gaps in Global Action     |     
  • Earth's rotation speeding up, making days slightly shorter     |     

এইচএসসির প্রবেশপত্র বিতরণের সময় প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-05-20, 6:51am

img_20250520_064907-584db609005a18a17cafad674d493dbc1747702306.jpg




চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৯ মে) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১ জুন প্রবেশপত্র দেয়া শুরু হবে, শেষ হবে ২ জুন। এই প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে।

প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য অবশ্যই ১৫ থেকে ২২ জুনের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করে ঠিক করে নিতে হবে।

চিঠিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।’

কোনো অবস্থায়ই শিক্ষক ছাড়া অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেয়া যাবে না।

এতে আরও বলা হয়, ‘টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র ১ জুন বিতরণ করা হবে।

এ ছাড়া ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র ২ জুন বিতরণ করা হবে।

আগামী ২৬ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত।