News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেল ৩৮ মেধাবী শিক্ষার্থী

ক্যাম্পাস 2025-07-26, 12:01am

38-meritorious-students-get-jikut-foundation-reception-in-munshiganj-on-thursday-76129cccc81c884bbf33fbb18689330d1753466519.jpg

38 meritorious students get Jikut Foundation reception in Munshiganj on Thursday.



মুন্সিগঞ্জ প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের নবীন ও এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৮ জন শিক্ষার্থী ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেয়েছে।

২৫ জুলাই শুক্রবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো এ সংবর্ধনার আয়োজন করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন। সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে ১৮ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী এবং ২০ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।

ঝিকুট ফাইন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিফাতুল আলম, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর, পৃষ্ঠপোষক মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট, উপদেষ্টা গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর মেয়ে আজমা চৌধুরী, ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দিন বাহার, ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জাপান প্রবাসী মো. নূরুল ইসলাম খান এম. কম, প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক-ফিচার কবির হোসেন, উপদেষ্টা নারী উদ্যোক্তা সানজীদা হায়াত দিপা, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক বিক্রমপুর পরিবারের সাবেক উপদেষ্টা মরতুজা আল আশরাফী প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়নের উপস্থাপনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, ইছাপুরা মডেল সরকারি কলেজের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া, বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর উজ্জ্বল প্রমুখ।