News update
  • 700 sued over lynching of 2 people in Rangpur     |     
  • Non-intake of vegetables by BD children fuel Health Crisis     |     
  • 5 Al Jazeera journos killed in Israeli strike on Gaza City     |     
  • Cluster homes becoming popular in Kurigram char areas      |     
  • UNSC meet in emergency session, amid starvation in Gaza     |     

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রিট

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-08-06, 8:04pm

fa735b75f2d2d9c0841f6c52cd1ce6bbdea4a302ec82202a-5a633ba0627742216560983d7f8cb0451754489081.jpg




ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সরকারি তিতুমীর কলেজের দুই শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। শিক্ষার্থী দুইজন হলেন আরিয়ান জামান ও সাগর কুমার ঘোষ। তাদের আইনজীবী শাহ আলম অভি।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রশাসক ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটকারীদের আইনজীবী শাহ আলম অভি বলেন, ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জের পাশাপাশি বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না— এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।  আগামী ১০ আগস্ট বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারি তিতুমীর কলেজে গত শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) প্রথম বর্ষে ৫৪২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী তিতুমীর কলেজের জন্য মাত্র ১৫১০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। এ কারণে তিতুমীর কলেজের দুজন শিক্ষার্থী এই ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন।