News update
  • Bangladesh’s stock market tumbles at week’s start     |     
  • Police disperse teachers' rally in front of National Press Club      |     
  • New Law to Fully Protect 93 pc of Bank Depositors     |     
  • Nationwide Typhoid Vaccination Drive Begins for Children     |     
  • Chittagong Port Tariff Surge Set to Raise Prices of Goods     |     

ডাকসু নির্বাচন: প্রার্থীদের আপিল ও প্রচারণা কবে শুরু

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-08-22, 7:34am

4d4c3ef2f42d7803c8e8d101b32031499f9991772812db0c-83a0e15914914c6ad53984b8988e599e1755826488.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোয়নপত্র উত্তোলন ও জমা দেয়া শেষ হয়েছে। এ অবস্থায় আগামী ২৬ আগস্ট থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত কেউ আবাসিক হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট প্রার্থীরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন।

উল্লেখিত সময়ের মধ্যে প্রচারণা চালালে এটি ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী যেসব প্রার্থীর প্রার্থিতা স্থগিত করা হয়েছে তাদের ২৩ আগস্টের মধ্যে আপিল করতে হবে। পরে আপিল করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।