News update
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     

বরিশাল বিশ্ববিদ্যালয়: আমরণ অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-06, 6:02am

b1d2888dfce732a33e6f105ec5ebd105581963a4ba39c2a2-bda7037a728049cf0fe6f4451b51ba361757116947.jpg




অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবি পূরণে উপাচার্যের লিখিত আশ্বাসে আমরণ অনশন ভেঙেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা আন্দোলনের ৩৮তম দিন শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপাচার্য নিজ হাতে জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।

এর আগে, শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ের বিষয়ে লিখিত আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচ তলায় আমরণ অনশনে বসেছিলেন সাত শিক্ষার্থী। অনশন শুরুর কিছুক্ষণ পরে উপাচার্য কর্মসূচিস্থলে এসে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু তাতে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় উপাচার্য নিজেই আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে শুয়ে রাত কাটান।

লিখিত আশ্বাসে ববি উপাচার্য উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) নিয়োগের পর থেকে আগামী ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডিজের কাজ সম্পন্ন করা হবে। মঙ্গলবারের মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে বাসের সিট সংকট নির্ধারণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। আরেকটি অ্যাম্বুলেন্স ক্রয়ের জন্য মন্ত্রণালয়ে বিশেষ বিবেচনায় প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার জন্য রোববার আবেদনপত্র দাখিল করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে ববির আয়তন বৃদ্ধিতে জমির পুনঃঅ্যাসেসমেন্ট সম্পন্ন করা হবে।

অনশন ভাঙানোর সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তবে আমার কিছু সীমাবদ্ধতা আছে। দাবি পূরণ করতে না পারলে আমি বিদায় নেবো। এসময় তার ওপর আস্থা রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

অনশনরত শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের দাবিগুলো পূরণে লিখিত আশ্বাস দেয়াই নির্দিষ্ট একটি সময়ের জন্য আন্দোলন স্থগিত করেছি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে ফের মাঠে নামতে বাধ্য হবো।